“ফ্যান্টম” বা “চলমান অশরীরী” নামক কমিক্স এর সুত্রপাত ঘটে ১৯৩৬ সালের ফেব্রুয়ারী মাসে লিওন লি ফকের মাধ্যমে।দৈনিক সংবাদপত্রে সুত্রপাত ঘটেছিল এই ১৭ই ফেব্রুয়ারী ১৯৩৬।গল্পের নাম ছিল “Sing Brotherhood” । গল্পটি শেষ হয়েছিল ১৯৩৬ সালের ৭ই নভেম্বর। “ফ্যান্টম” নামক চরিত্রটির ভবিতব্য সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে গিয়েছিল এই কমিক্স থেকেই এই নিয়ে কোনও রকম সন্দেহ নেই।১৯৩৯ সালের মে মাস থেকে রঙ্গিন রবিবারের আলাদা গল্পের সিরিজও শুরু হয়ে যায়।দুই প্রকারের স্ট্রিপ আজও প্রকাশিত হয়ে চলেছে যা প্রমান করে চলেছে এই কমিক্স এর জনপ্রিয়তা।
এই জনপ্রিয়তার কারনেই ১৯৪৩ সালে কলোম্বিয়া পিকচার সাদা-কালো
সুপারহিরো সিরিয়াল হিসাবে ফ্যান্টমের সুত্রপাত করেন।মোট ২৮টি পর্বে ভাগ করে ১৫
মিনিটের এই সিরিয়াল তৈরি। “জোলোজ” নামক কাল্পনিক শহরের খোঁজ করতে আসা অধ্যাপক ডেভিডসন ও তার কন্যা ডায়ানা। সাথে নাজি
এজেন্ট ডঃ ম্যাক্স ব্রেমার। ডেভিডসনের লক্ষ্য জোলোজ শহর খুজে বার করা ও ওই অঞ্চলে
একটি প্রত্নতাত্বিক কেন্দ্র তৈরি করা আর ব্রেমারের লক্ষ্য সম্পদ আহরন করে নাজি
বিমান ঘাটি তৈরি করা। নাজি দের মদতে স্থানিয় কিছু ব্যক্তি তৎকালিন ফ্যান্টম কে
মেরে ফেলে। তার যায়গা নেয় তার ছেলে। যার প্রকৃত নাম হল কিট ওয়াকার (সব ফ্যান্টমেরই
তাই)। কিন্তু ডায়ানার কাছে তার একমাত্র পরিচয় গডফ্রে প্রেস্কট নামে।
সিরিয়াল বিরাট জনপ্রিয়তা লাভ করে কিন্তু শুধু মাত্র স্থান ও
পাত্র ছিল প্রকৃত অর্থাৎ মুলানুগ। তাও সব টা নয়। বিশেষত ডায়ানার বাবার চরিত্রটি
মুল কাহিনির কোথাও নেই। আর গল্পর সাথে ফ্যান্টমের গল্পের কোনও মিল নেই। নাজি
প্রসঙ্গ ফ্যান্টমে মাত্র দুবার এসেছে যার সাথে এর কোনও সম্পর্ক নেই। অধিকাংশ শ্যুটিং হয়েছিল হলিউড হিলে। যাকে
আফ্রিকার জঙ্গল বলে দেখান হয়েছিল। যাই হোক সেই যুগের অধিকাংশ সিরিয়ালের মত এই
সিরিয়াল কম খরচেই তৈরি হয়েছিল। টম টাইলার প্রায় “uncanny Resembles” এর মত হয়েছিল মুল কমিক্সের চরিত্রের মত বলে
অনেকে দাবি করেছেন। একথা বলা মোটেই ভুল
হবে না যে এই সিরিয়াল টি কলম্বিয়ার তৈরি সিরিয়াল গুলির মধ্যে সেরা ছিল।
মোট ১৫টি পর্ব
ছিল এই সিরিয়ালের।
sumit ganguly


Comments
Post a Comment