Skip to main content

Posts

Showing posts from April, 2018

বকলমে ডট কম

আমি একটা কলম। বেশ কুলীন বংশের সন্তান। সেলো আমার বংশের নাম। এখন অবশ্য আমাদের বংশের সঙ্গে আরো অনেক বংশ যোগ হয়েছে – লিংক , রেনল্ডস , ফ্লেয়ার , ইত্যাদি। তবে পার্কার আর পিয়ের কার্ডিন ছাড়া আমরা কাউকে বিশেষ পাত্তা দিই না। আমরা কলমের বংশে বেশ পুরোনো। তবে এখন আমাদের মানুষ বেশি কেনে না উপহার দেওয়ার মামলা ছাড়া। মানুষ আজকাল ঐ অগ্নি - মার্কা সস্তার ছোটলোকগুলোকে দিয়েই কাজ চালিয়ে নেয়। তবে অগ্নিমার্কা কলমরা কলম সমাজে কোনো মর্যাদা পায় না। ওদের পাড়াটাকে আমরা মানুষের সমাজের ‘ গণিকাপাড়া ’ র সঙ্গে তুলনা করি। মিলও আছে অবশ্য ওদের সঙ্গে। ইউস অ্যান্ড থ্রো ! সেখানে আমাদের কালি ফুরিয়ে গেলেও আমরা থ্রোন থেকে থ্রোন আউট হই না , উলটে নতুন কালি ভরা হয়। এই দশ বছরের জীবনে কম কালি দেখলাম ? কতরকমের রঙ – হালকা , ডীপ , কতরকম কালি – ঘন , পাতলা ! তবে আমার যিনি মালিক , তিনি আমায় খুব যত্ন করেন। অন্যান্য কুলীন কলমদের মতো বারবার হাতফেরতা হইনি। জন্ম থেকেই একটাই মালিক আমার। ইদানিং মালিক ঐ ছ...