আমি একটা কলম। বেশ কুলীন বংশের সন্তান। সেলো আমার বংশের নাম। এখন অবশ্য আমাদের বংশের সঙ্গে আরো অনেক বংশ যোগ হয়েছে – লিংক , রেনল্ডস , ফ্লেয়ার , ইত্যাদি। তবে পার্কার আর পিয়ের কার্ডিন ছাড়া আমরা কাউকে বিশেষ পাত্তা দিই না। আমরা কলমের বংশে বেশ পুরোনো। তবে এখন আমাদের মানুষ বেশি কেনে না উপহার দেওয়ার মামলা ছাড়া। মানুষ আজকাল ঐ অগ্নি - মার্কা সস্তার ছোটলোকগুলোকে দিয়েই কাজ চালিয়ে নেয়। তবে অগ্নিমার্কা কলমরা কলম সমাজে কোনো মর্যাদা পায় না। ওদের পাড়াটাকে আমরা মানুষের সমাজের ‘ গণিকাপাড়া ’ র সঙ্গে তুলনা করি। মিলও আছে অবশ্য ওদের সঙ্গে। ইউস অ্যান্ড থ্রো ! সেখানে আমাদের কালি ফুরিয়ে গেলেও আমরা থ্রোন থেকে থ্রোন আউট হই না , উলটে নতুন কালি ভরা হয়। এই দশ বছরের জীবনে কম কালি দেখলাম ? কতরকমের রঙ – হালকা , ডীপ , কতরকম কালি – ঘন , পাতলা ! তবে আমার যিনি মালিক , তিনি আমায় খুব যত্ন করেন। অন্যান্য কুলীন কলমদের মতো বারবার হাতফেরতা হইনি। জন্ম থেকেই একটাই মালিক আমার। ইদানিং মালিক ঐ ছ...
This blog has been devised for those people who do not have access to very rare information and the good old days.